Friday, 20 November 2020

লুইস গ্লিক, ভাষান্তরঃ ইউসুফ মোল্লা

 



লাল পোস্তদানা

লুইস গ্লিক 

ভাষান্তর: ইউসুফ মোল্লা


দুর্দান্ত জিনিসটির মন নেই।

অনুভূতি: ওহ, আমার সেগুলি আছে; 

তারা আমাকে শাসন করে। 

আমার স্বর্গের এক প্রভু আছেন

যাকে সূর্য বলা হয়,

এবং তাঁর জন্য উন্মুক্ত করে, 

তাকে আমার উপস্থিত হৃদয়ের আগুন, 

তাঁর উপস্থিতির মতো আগুন দেখাচ্ছে। 

হৃদয় না থাকলে এ জাতীয় গৌরব কি হতে পারে? 

ওহে আমার ভাই ও বোনেরা, 

তুমি মানুষ হওয়ার আগে অনেক আগে, 

তুমি কি আমার মতো ছিলে?

তুমি কি নিজেকে একবার খোলার অনুমতি দিয়েছ, 

যে আর কখনও খুলবে না? 

কারণ সত্যের সাথে আমি এখন, 

তুমি যেভাবে কথা বলছো তা বলছি। 

আমি কথা বলি কারণ আমি ছিন্নভিন্ন।


              __________



1 comment: