Sunday, 16 April 2023

মিঠুন চক্রবর্তীর কবিতা

 





একটি স্বপ্ন এবং বসন্ত


অনুপমা, শ্বাপদের নখে তোলপাড় হয়ে ওঠা
রাতের  সেই লালডিহি অরণ্যের ঘন বুকে 
যেমন করে জেগে ছিল পূর্ণিমার নীল চাঁদ

তেমনি কাল সারারাত তোমাকে স্বপ্নে দেখেছি....

এই ভরা গ্রীষ্মের দুপুরেও তাই
শুকনো ঠোঁটের পাতাতে আমার
                         লেগে আছে জ্যোৎস্নার মায়া স্বাদ

আমি তো গাছের কাছে শিখেছি
শীতের রুক্ষতা আর গ্রীষ্মের দাবদাহের মধ্যিখানে
বুকের ভেতর যত্নে ভাঁজ করে রাখা একচিলতে বসন্ত
সবারই থাকে, আমারও আছে.... আমারও আছে....

কেবল সব জায়গার মাটিতে রাঙা পলাশ ফোটে না। 



No comments:

Post a Comment