পবিত্র সরকার
ভুল
হেঁটেছি কত নিঝুম পথে,
গুনিনি দিন-রাত;
স্বপ্ন ছুঁতে চেয়েছি কিছু,
বাড়িয়ে দিয়ে হাত।
দু-পাশে ফুটে ছিল সে বুঝি
নয়নতারা ফুল,
তাদের নমস্কার জানাতে
করিনি কোনো ভুল।
দেখিনি তবু পাতায়, মূলে
অরণ্যে সব গাছে
পৃথিবী-জোড়া সন্ত্রাসের
রক্ত লেগে আছে।
No comments:
Post a Comment