Thursday, 17 November 2022

শ্যামলকান্তি দাশ

 

 


 

 

 

 শ্যামলকান্তি দাশের কবিতা 



পোকা

ছাত্রাবস্থায় হস্টেলে একটা পোকা মেরেছিলাম
গোলাপি-নীলের মিশেলে অনির্বচনীয় একটা পোকা
কীটপতঙ্গের জগতে এরকম পোকা কোনোদিন দেখিনি
সেই হিসেবে এটা একটা বিরল অভিজ্ঞতা বটে

এত এত বছর বাদে মরে যাওয়া সেই পোকাটা 
আবার জেগে উঠেছে
আমার শয়নকক্ষের চারপাশে বনবন করে ঘুরে বেড়াচ্ছে
ঘুমের মধ্যে স্বপ্নের মধ্যে মুহুর্মুহু আমাকে ভয় দেখাচ্ছে
দিগন্তের ওপারে উড়িয়ে দেওয়ার ভয়
ওই যে যেখানে জমাট বেঁধে আছে প্রকৃতির শ্যামলিমা,
ধোঁয়ার পুঞ্জ, কুণ্ডলী পাকিয়ে আছে মেঘ,
ছ্যাদরা ভ্যাদরা হয়ে গেছে আকাশ- ওখানে
একবার আটকে গেলে আর কোনোদিন বেরোতে পারব না
পোকাটাকে তাচ্ছিল্য করলে সে আমার দিকে তেড়ে আসে
অনুশোচনা করলে সে আমার দিকে কঠিন চোখে তাকায়
মিলনের সময় আমার সমস্ত মনোযোগ কেড়ে নেয়
আমার শিহরণ আর সুখানুভূতিকে সে কিছুতেই
প্রকাশ করতে দেয় না
আমার দম আটকে যায়, আমরা এই অবরুদ্ধ ঘর থেকে
কিছুতেই বেরোতে পারি না। 

সেই মরে যাওয়া গোলাপি-নীল পোকাটা মশারির ভিতর
আমাকে সারারাত জ্বালিয়ে মারে
উড়িয়ে দেওয়ার মারাত্মক ভয় দেখায়
হায় রে অর্গলবদ্ধ জীবন, আমি আর কোনোদিনই
পোকার চোখ এড়িয়ে অন্য কোনো হস্টেলে 
পালাতে পারব না। 






No comments:

Post a Comment