সুবোধ সরকার
তিন ইঁটের উনুন
রাজা রামমোহন সরণি ঠিক যেখানে
ট্রামলাইনে গিয়ে পড়ছে
তার ঠিক আগে
মেয়েটি থাকে।
মেয়েটির কাঁখে গত দশ বছর
আমি সবসময়
একটি দুধের বাচ্চাকে দেখেছি।
তার চারটে দুরন্ত ছেলেমেয়ে
দিনে একশবার
রাস্তার এপার ওপার করছে
একটাও চাপা পড়েনি।
সন্ধ্যা আটটায় তাদের ডিনার।
তিন ইঁটের উনুনে ভাত ফুটছে
তিন ইঁটের উনুনে মসুর ডাল ফুটছে
কী অপূর্ব তার গন্ধ।পুজো আসছে।
শুধু নিজের চার দুরন্তকে নিয়ে নয়
ফুটপাথের সমস্ত ছেলেমেয়েদের বসিয়ে যে মা আজ
খাওয়াচ্ছে
সেই মা রাজা রামমোহনের মা
সেই মায়ের নাম দুর্গা।