Saturday 4 November 2023

সৌ র ভ ব র্ধ ন

 




অতিশিখা

ধরো, এমন দাঁড়িয়ে আছি পাহাড়-প্রমাণ হয়ে!
মাটির মর্মোদ্ধার ----- সেও তো নজিরবর্জিত, স্বল্পপ্রাণ
ছেয়ে গেছে রূপ, তবু নিবেদন, অন্ধেতর পুষ্পের ন্যায়
এই বুঝি, অতিশিখা জ্বলে গেলো জীবনে...

একদিন ভালোবাসায়, ক্ষণকাল দীপ্ত মেধায়
আবদ্ধ পাগল হয়েছে গাছটা, এতো বাষ্পায়ন!
পরিচয় সেখানে বাহুল্য, বেদনা সেখানে উন্মুক্ত তার 
সশব্দ ঝরনার মতো অলকাবলি হৃদয়
কাঁপে, কাঁপে আর বিপাকে পড়ে যায় পড়ন্ত যুবক
তাকে ভালোবাসো, তার ভাবনার বীজ বড় গূঢ়
তার স্তনে ঠোঁট রেখে দ্যাখো 
সে পুরুষ এলোমেলো কিনা
কোন তলানিতে অধঃক্ষিপ্ত হয়ে সে আশায় আছে
এই বুঝি অতিশিখা ফ'লে গেলো জীবনে... 




No comments:

Post a Comment