বসন্ত বন্দনা
মাত্র কয়েকটি বৌদ্ধিক শব্দের
দরোজায় সারারাত কড়া নাড়া
এক টুকরো সাদা রঙ নিয়ে
হে আমার আজন্ম লালিত
ক্ষুধার্ত বসন্তবন্দনা
নিবেদন ---ওই দেখো
ক্রমশ নির্বাণগামী নিস্পৃহ গ্রাহক
এখনও তোমার জন্য
ভিখারি-ক্ষুধায় অস্থির
তোমার বেলাগাম প্রত্যঙ্গগুলিকে
এখানে দাঁড়াতে বল
হে বসন্ত, তুমি না দাঁড়ালে
সেই আরবাঁক কথাগুলির
চতুর্মাত্রিক দর্পণবিদ্ধ বর্ণমালারা
উন্মোচিত হবে না কখনও।
অসাধারণ একটি কবিতা পড়লাম দাদা
ReplyDeleteধন্যবাদ
Deleteখুব ভাল লাগলো
ReplyDelete