Friday 21 May 2021

পল্লব তেওয়ারী

 





রোজনামচা



সকালের জলযোগে
পানীয় মিশিয়ে রাখি,
মধ্যাহ্নকালীন ভোজে
মেছোগন্ধ লেগে।

ফসলের মাঠ পোড়ে,
সতর্কে নারীর কান
বিষাদের কাছাকাছি
শতচ্ছিন্ন ওড়ে।

গর্জনের মধ্যরাতে
নেই চলাচল,
সুতীব্র কান্নায় তাই
কন্ঠে ধরেছি হলাহল।    

No comments:

Post a Comment