Sunday, 1 August 2021

তুলসীদাস ভট্টাচার্য, কবিতা,

 




কাগজের নৌকা


কাগজের নৌকা ছেড়ে দিয়েছি নদীর বুকে 
সে জানে ঢেউয়ের মতই ক্ষণস্থায়ী নৌকাবিহার।

ভিজতে ভিজতে যখন ভারী হয়ে ওঠে পাটাতনের খোল
মাস্তুলও ডুবে যায় জলের গভীরে ,
দু-চারটে বুদ্বুদ্ ওঠে মিলিয়ে যাবার জন্যই 
নদী বয়ে চলে যতদিন ভেজা থাকে উৎসমুখ।

তারপর একদিন নদীকেও হারিয়ে যেতে হয় 
ফেলে রাখে বালির পৃথিবী ।

সবুজ পাতার নিচে ডাহুকের চোখে 
অজানা আশঙ্কার ছবি ।

চাঁদ ঝেড়ে ফেলে সব সোনালি অক্ষর 
কামরাঙা বিকেলে কবির ব্যাকুলতা হাস্যকর।