Friday 8 January 2021

অনুপম দাশশর্মা ,কবিতা,সাহিত্য এখন শীতসংখ্যা ২০২০-২১,

 




অভ‍্যেস উঠে আসবেই জল পেরিয়ে

 

যেন কেউ নেই, আর কেউ নেই...

এমন ভাবাবেগে তুমি সাজাও বাক‍্য-ব‍্যবহার

তীব্র শ্লেষে গৃহহীন করে দিচ্ছ অপছন্দের লেখাসমূহ

এই দৃশ্যের কাছে কবিতা চোখের জল ফ‍্যালে

 

তুমি যে ঝোপঝাড় অতিক্রম করে এসেছ

সেখানে আহার্য পায় না আর পাখিদের দল

পুড়িয়ে ফেলেছ খসড়া পান্ডুলিপির

 

তাও আমি বসে থাকি অক্ষরের ঘরে

ধারণা থেকে ঘুমন্ত কবিতা থাকে কয়েক কদম দূরে

 

Wednesday 6 January 2021

বৈজয়ন্ত রাহা,কবিতা,সাহিত্য এখন শীতসংখ্যা ২০২০-২১,

 



এই লোকটা

 


 

এই লোকটা

একলা কেন জলের নেশা মাখো

পদ্মপাতায় আকাশ ভরা তারা

গুছিয়ে সব নদী এবং সাঁকো

যেখানে ছিল, ঠিক সেখানে রাখো।

 

কেন এমন একা একাই থাকো

 

এই লোকটা,

পাহাড় খুলে , হাজার বৃষ্টি ঝাঁকও

অকারণেই চোখের জলে ডাকো

পথের ধারে অচেনা হাতছানির,

মিথ্যে মেঘের ঘাড়ঘোরানো বাঁকও

যেখানে ছিল, ঠিক সেখানে রাখো।

 

নিঃস্বটুকু পারলে নাহয় আঁকো।

সঞ্জয় কর্মকার,কবিতা,সাহিত্য এখন শীতসংখ্যা ২০২০-২১,

 

       



      

 

 অন্ধকার ও প্রেয়সী

                       

                                         

প্রাগৈতিহাসিক মেঠো পথ পেরিয়ে এসে একা আমি দাঁড়িয়ে আছি

নিভু রোদের স্তম্ভ ছুঁয়ে।

পায়ের নীচে নো-ম্যানস্ ল্যান্ড,

সামনে নিস্তরঙ্গ ত্রিমুনিখাল চুপিসারে বয়ে যায়

সন্ধের কাছে একান্ত আলাপচারিতার আশায়।

অদূরে রাধা-গোবিন্দর মন্দির

মুহুর্মুহু নাম সংকীর্তনের ধ্বনি ওঠে ভালবাসার প্রলেপে

জীবনের সহস্র ক্ষত ভরাট করার কামনায়।

তিরতির করে নিকষ অন্ধকার নামলে বাতাসে ভেসে আসে

একদল ক্ষুধার্ত যুবকের কুমারীচর্চা

ওদের প্রেয়সী নেই।

আকস্মিক সময়-দূরত্বের পাটিগণিত ভুলে

আমি ফিরে যাই আমার ফেলে আসা প্রেয়সীর ঘরে

যেখানে রোজ গোপনে রচিত হয়

 চড়ুই পাখিদেরও মিলন কাব্য।

ঝিলম ত্রিবেদী,কবিতা,সাহিত্য এখন শীতসংখ্যা ২০২০-২১,

 



হলুদ-সবুজ




ঘন সবুজ শাড়িতে মোর
হলুদ ব্যথার পাড় দিস
ভ'রে উঠুক নয়ন জুড়ে
অন্ধকারের লাল শিষ

ফুল ফুটুক চাঁদ উঠুক
বেদনা হোক সুদারুণ
আঁচলে চন্দ্রিমার রঙে
নিশি থাকুক অকরুণ

সন্ধে হয় সন্ধে হয়
শাড়ির পাড়ে জ্যোৎস্না বয়
ছাতিমফুল আকাশতোড়া
আমার কাছে আয় সই-

তোর হাতের শীতলতায় হারিয়ে যাক চোখের জল
ঘন সবুজ শাড়ির ধারে হলুদ ফুল কুড়োই চল..............

Monday 4 January 2021

মারুফ আহমেদ নয়ন, কবিতা,সাহিত্য এখন শীতসংখ্যা ২০২০-২১,

 



শিকার পদ্ধতি

একটা শিশুর শ্বাস-কষ্টের দিন তোমার দিকে উড়ে যাচ্ছে। তুমি কোমল হও। যেন ফুল ঝরে যাবে, জানবে না গাছটির পাতাও। তবুও অন্ধকার, রমণীর কান্নার স্বরে ক্রমশ ভারী হয়ে উঠবে বাতাস। আর একটা নষ্ট ঘড়ি ভুল সময়ের উপর দাঁড়িয়ে থাকবে।
ফলশ্রুতিতে আমি তোমার দিকে ধাবিত হবো। যেভাবে একটা বিড়াল সারা রাত ধরে খুঁজে ফেরে প্রিয় হাড় ও মাছের কাঁটার চিহ্ন। এই তাদের স্বভাব, আমাকে ভেবো না বিপরীত, ইতরের মতো তোমার গা ঘেঁষে থাকবো, ঝুলে থাকবো কানে ঝুমকো জবা হয়ে। 
সুন্দর, আমাকে করো তোমার চোখের কাজল , এই রয়ে গেলো আবদার, যদি এড়িয়ে যাও, তবে জেনো অভিশাপ। ঢেকে যাচ্ছে মুখ, তুমি চিনবে না, এতো কদাকার হয়ে যাচ্ছি, আমাকে দেখে আশ্চর্য হয়ো না, কেবল একটা মানুষের মতো বর্ণনা করছি নিজেকে শিকারের পদ্ধতি।

তৈমুর খান,কবিতা,সাহিত্য এখন শীতসংখ্যা ২০২০-২১,

 

 


 

নিজের কথা


 


 রাস্তাঘাট এত অনিশ্চিত

                      চারিদিকে অবিশ্বাস দাঁড়িয়ে আছে

 ধর্মের মহিমা প্রচারের আড়ালে

                                        বসবাস করছে ধর্ষক

 মানুষকে কি মানুষ বলা যাবে এখন?

 ঠিক মতো বোঝাবার কোনো উপমা নেই

 ভাষণ শুনে শুনে আমরা বৃদ্ধ হয়ে যাচ্ছি

 পাহারা দিতে দিতে আমরা অসহায়

 প্রতিরাতে আমাদের ফসলের ক্ষেত ফাঁকা হয়ে যাচ্ছে


 কী নিয়ে বাড়ি ফিরব তবে?

 পরকাল সংকেত পাঠাচ্ছে

 ইহকালের ফাঁকা ট্রাকগুলি চলে যাচ্ছে

 বিজ্ঞাপন দেখতে দেখতে

                         আমাদের বয়ঃসন্ধির রোগ বাড়ছে 

 নিজেরা ডাঙার কুমির হয়ে চাঁদ-সূর্যের আলোয়

                                                          গা শুকাচ্ছি

 ধর্মভীরু হাত অন্ধকারের রুমালে ঘন ঘন মুছে নিচ্ছে


 অনিশ্চিত দিন, ধর্ষক লুকিয়ে আছে, ঘাতকও

 ঝলমল করছে পোশাক

 আমরা মোমবাতি কিনছি রাস্তার ধারের নতুন দোকানে